ভাইয়াদলিদ, ২০ নভেম্বর (হি.স.): ভাইয়াদলিদে রবিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ৩-১ গোলে জিতেছে স্বাগতিক স্পেন। দারুণ এই জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে বাছাই শেষ করেছে দলটি। আট ম্যাচের সাতটিতে জিতে ইউরোর বাছাই শেষ করল স্প্যানিশরা। আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল স্পেন।
এদিকে, শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই শেষ করল পর্তুগিজরা। ঘরের মাঠে রবিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকেট তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করে পর্তুগাল। বাছাইয়ে ১০ ম্যাচের সবগুলোই জিতল তারা। গত তিন ম্যাচে জালের দেখা পাওয়া দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনাল্ডো এ দিন গোল পাননি। বাছাইয়ে তিনি করেছেন ১০ গোল
১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল।
হিন্দুস্থান সমাচার /শান্তি