আগরতলা, ২০ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলা শহরে চোরের দৌরাত্ম্য৷ বাড়িঘরে চোরের দল হানা দিচ্ছে৷ সেই সাথে স্কুলেও হাত সাফাই করছে চোরেরা৷ শহরের ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের বিভিন্ন শ্রেণীকক্ষ থেকে ৪৭টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গিয়েছে৷ এ ব্যাপারে পূর্ব আগরতলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে৷ কিন্তু, পুলিশ এই চুরির ঘটনার কোনও কিনারা করতে পারছে না৷
জানা গিয়েছে, সোমবার সকালে স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেখতে পান শ্রেণিকক্ষে সিলিং ফ্যান গায়েব৷ সাথে সাথেই প্রধানশিক্ষককে বিষয়টি জানানো হয়৷ পরে পূর্ব আগরতলা থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ সেখানে পৌঁছে৷ তদন্ত শুরু করে৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৫ এবং ১৬ নভেম্বর দুদিন একনাগারে চুরি হয়েছে৷ সে সময় চারটি সিলিং ফ্যান চুরি হয়৷ তারপর রবিবার ফের চুরি হয়েছে৷ সবমিলিয়ে ৪৭টি সিলিং ফ্যান চোরেরা নিয়ে গিয়েছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি টিম গঠন করা হয়েছে তদন্তের জন্য৷ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ পরখ করে দেখা হচ্ছে৷ পুলিশ আশাবাদী যে খুব শীঘ্রই চোর চক্রের পাণ্ডাদের জালে তোলা সম্ভব হবে৷ তবে, স্কুলে এভাবে লাগাতার চুরির ঘটনায় অভিভাবক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ সেই সাথে পুলিশের রাতের বেলায় যে টহল ব্যবস্থা রয়েছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী৷
হিন্দুস্থান সমাচার / সুভাষ