(রাজস্থান বিধানসভা নির্বাচন) কংগ্রেস গোটা দেশের সমস্যা, বিজেপিই একমাত্র সমাধান: যোগী
জয়পুর, ২০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস গোটা দেশের সমস্যা, বিজেপিই একমাত্র সমাধান বলে সোমবার মন্তব্য করে
(রাজস্থান বিধানসভা নির্বাচন) কংগ্রেস গোটা দেশের সমস্যা, বিজেপিই একমাত্র সমাধান: যোগী


জয়পুর, ২০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস গোটা দেশের সমস্যা, বিজেপিই একমাত্র সমাধান বলে সোমবার মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সোমবার রাজস্থানের আম্বের বিধানসভা কেন্দ্রে আয়োজিত একটি নির্বাচনী সভায় বক্তৃতায় একথা বলেন। তিনি এদিন আরও বলেন, কংগ্রেস দল শুধু রাজস্থানের নয়, গোটা দেশের সমস্যা এবং এই সমস্যার সমাধান একমাত্র বিজেপি।

এতদিন এই কংগ্রেসরাই রাম-কৃষ্ণের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছিল আর এখন আসন্ন নির্বাচনের কারণে প্রভু রামকে তাদের মনে পড়ছে। এইসব লোকেরা সনাতনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, রাজস্থান গত পাঁচ বছরে অপরাধ, নৈরাজ্য, দুর্নীতি, গুন্ডামি, গোহত্যা, মহিলাদের হয়রানি এবং সাইবার অপরাধে এক নম্বরে পরিণত হয়েছে। এই রাজস্থানকে বিজেপি দেশের পর্যটনের সবচেয়ে বড় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। বিজেপি শাসনামলে, রাজ্যকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রতিটি গ্রামে দরিদ্র ব্যক্তি, প্রতিটি কৃষক, প্রতিটি যুবকের কাছে পৌঁছোনোর জন্য বড় কর্মসূচি এবং পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এখন গত পাঁচ বছরে, রাজস্থানে করুণ অবস্থা তৈরি হয়েছে। রাজস্থানের আম্বের বিধানসভা কেন্দ্রে গর্জন করে যোগী আদিত্যনাথ জানান, একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের একটি বড় শক্তি হয়ে উঠছে। বিশ্ব মঞ্চে ভারতের মর্যাদা ও সম্মান বাড়ছে। বিদেশে মোদী যে সম্মান পান তা ভারতের ১৪২ কোটি মানুষের সম্মান। আজ কোন শত্রু ভারতের দিকে তাকাতে পারবে না। ভারতীয় সেনারা শত্রুর ঘরে ঢুকে হত্যা করতে পারবে। একই সঙ্গে দেশের সবচেয়ে বড় সমস্যার জননীও কংগ্রেস। কংগ্রেসই সন্ত্রাসবাদের সমস্যা তৈরি করেছিল এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে সন্ত্রাসবাদের সমস্যা শেষ হয়েছে।

কংগ্রেস যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল, তখন তার দলের মানুষরা বলত যে দেশের সম্পদের উপর প্রথম অধিকার মুসলমানদের, কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে না, দেশের সম্পদের উপর গ্রাম, দরিদ্র, কৃষক এবং যুবকদের প্রথম অধিকার রয়েছে। তিনি আবেদন করেন, জনগণ যেভাবে পাঁচ বছর আগে সতীশ পুনিয়াকে বিজয়ী করেছিল, সেভাবে এবারও আম্বেরে পদ্ম ফোটাতে হবে। আমেরে, সতীশ পুনিয়া বিরোধী দলে থাকাকালীন যা যা করতে পেরেছিলেন। রাজস্থানে ৫ বছরে খনি, ভূমি মাফিয়া, বন মাফিয়া, গরু মাফিয়া বেড়েছে। এখানে কাগজ ফাঁস হয়ে যায় এবং নকল মাফিয়ারা বেড়ে ওঠে। উত্তরপ্রদেশে বিজেপি আসার আগে প্রতিদিন দাঙ্গা হত, কিন্তু ডাবল ইঞ্জিন সরকার আসার পর কানওয়ার যাত্রায় ৪ কোটি মানুষ অংশ নিলেও একটা খড়ও পোড়েনি। উত্তরপ্রদেশে নিরাপত্তা ও বিশ্বাসকে সম্মান করা হচ্ছে, তাই আমরা এখন উত্তরপ্রদেশ থেকে রাজস্থানে এসেছি।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande