করিমগঞ্জ (অসম), ২০ নভেম্বর (হি.স.) : ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে দীর্ঘদিন কারাবাসের পর করিমগঞ্জের সুতারকান্দি-বিয়ানিবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে সাত বাংলাদেশি নাগরিক তাদের দেশে ফিরেছেন। বিএসএফ, আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে সোমবার শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এ সকল বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয় ।
দীর্ঘদিন ভারতে কারাবাসের পর দেশে ফেরার খবর পেয়ে সকাল থেকেই শেওলা শুল্ক স্থলবন্দরে আসেন তাঁদের স্বজনরা।
জেলহাজত থেকে স্বদেশ ফেরত ব্যক্তিরা যথাক্রমে গোলাপগঞ্জের সাহিদা বেগম, খুলনার শারমিন বেগম, বাবুল সরদার, নড়াইলের ইসমাইল শেখ, শাকিব শেখ, শাকিল শেখ এবং কুড়িগ্রামের আব্দুল ওদুদ মণ্ডল।
জানা গেছে, বেশি রোজগারের আশায় তাঁরা দালালদের মাধ্যমে অবৈধ ভাবে পাড়ি জমান ভারতে। কিছু দিন কাজকর্ম করার পর সীমান্ত সুরক্ষা বাহিনী সহ রেলপুলিশের হাতে আটক হন তাঁরা। পরে তাদের ঠাঁই হয় কারাগারে। বর্তমানে দেশে ফিরে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন । দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে তাঊরা উৎফুল্লিত হয়ে পড়েন জিরো পয়েন্টে ।
হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিএসএফ বিজিবি সহ আসাম পুলিশ এবং বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা