ক্যালিফোর্নিয়া, ১৬ মার্চ (হি.স.) : আমেরিকায় ছুরিকাহত পাঞ্জাবি অভিনেতা আমন ধালিওয়াল। বৃহস্পতিবার সকালে সেখানকার একটি জিমে শরীরচর্চা করছিলেন তিনি। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জিমে ঢুকে আমনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। হামলার পর গুরুতর আহত অবস্থায় আমনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
বিদেশে গিয়ে তারকাদের বিভিন্ন সময়ে বিপাকে পড়ার ঘটনা নতুন নয়। এর আগেও অভিনেতা অন্নু কাপুর থেকে শুরু করে শাহিদ কাপুর-সহ একাধিক তারকা বিপাকে পড়ে ছিলেন। তবে এবার এক্কেবারে দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হলেন পাঞ্জাবি অভিনেতা আমান ধালিওয়াল। রিপোর্ট অনুযায়ী, আজ সকাল ৯টা ২০ মিনিট নাগাদ উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্ল্যানেট ফিটনেস নামক একটি জিমে ওয়ার্কআউট করার সময় এক ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। আততায়ী একটি ছুরি দেখিয়ে জিমের অন্যান্য সদস্যদের হুমকি দেয়। এরপর আমানকে ঘাড় ধরে তাঁর শরীরে একাধিক আঘাত করে দুষ্কৃতী পালিয়ে যায়। গোটা ঘটনাটি জিমের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পরে অবশ্য হামলাকারীকে ধরে ফেলা হয়। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় আমনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, পাঞ্জাবি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আমান বলিউড, তেলেগু, পাকিস্তানি ছবিতে কাজ করেছেন। ‘জোধা আকবর’, ‘বিগ ব্রাদার’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল। এছাড়াও অভিনেতা ইশক কা রঙ সফেদ, পোরাস এবং বিঘ্নহর্তা গণেশের মতো একাধিক টিভি শোতেও অংশ নিয়েছেন। আমান ধালিওয়াল হলেন মিঠু সিং কাহনেকে এবং গুরতেজ কৌর ধালিওয়ালের ছেলে। তাঁর জন্ম পাঞ্জাবের মানসাতে। আমান ধালিওয়াল দিল্লির একটি মেডিকেল কলেজ থেকে রেডিওলজিতে স্নাতক এবং হাসপাতাল প্রশাসনে স্নাতকোত্তর করেছেন।–হিন্দুস্থান সমাচার / কাকলি