অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে ভারত
মুম্বই, ১৭ মার্চ (হি. স.) শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে ভারত


মুম্বই, ১৭ মার্চ (হি. স.) শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতল ভারত। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।

ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচে দু’দলই পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ককে। মায়ের অসুস্থতা ও পরে মৃত্যুর কারণে একদিনের সিরিজে খেলছেন না অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। টেস্ট সিরিজ চলাকালীনই সিডনি ফিরে গিয়েছিলেন প্যাট। বিশ্বকাপ জয়ের স্টেডিয়াম ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে খেলবেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও । ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে ছুটি চেয়েছেন রোহিত। দ্বিতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে জুড়বেন তিনি। তাঁর অনুপস্থিতিতে মেন ইন ব্লু-র নেতৃত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। হার্দিক অতীতে টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলের হয়ে একদিনের ম্যাচে নেতৃত্বের অভিষেক তারকা অলরাউন্ডারের। অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে প্রথমবারেই টসে জিতলেন হার্দিক পান্ডিয়া। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পান্ডিয়া। পরের দিকে শিশির ফ্যাক্টর হতে পারে। পাশাপাশি রান তাড়ায় নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ। এটা ভেবেই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পান্ডিয়া।

এই ম্যাচে পাঁচ বোলার নিয়ে নামছে ভারত। স্পিন বিভাগে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজা। পেস বিভাগে মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর। অন্যদিকে, অস্ট্রেলিয়ার একাদশে নেই ডেভিড ওয়ার্নার।

ভারতের একাদশ: শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।

অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা

হিন্দুস্থান সমাচার / কাকলি




 

 rajesh pande