ঋষভ পন্থের সঙ্গে দেখা করলেন যুবরাজ সিং
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ক্যান্সারকে হারিয়ে খেলার ইতিহাস
ঋষভ পন্থের সঙ্গে দেখা করলেন যুবরাজ সিং


নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ক্যান্সারকে হারিয়ে খেলার ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন করেছিলেন। ২০১১ বিশ্বকাপের পরপরই যুবরাজের ক্যান্সার ধরা পড়ে, যার জন্য তিনি ভারতীয় দলে ফিরে আসার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছিলেন।যুবরাজকে তার তৃতীয় এবং শেষ কেমোথেরাপির পর ২০১২ সালের মার্চ মাসে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

যুবরাজ সিং ঋষভ পন্থকে বাড়িতে দেখতে যান এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পন্থের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন যুবরাজ। এই ছবিতে যুবরাজের সঙ্গে বসে আছেন পন্থ এবং তাঁর পায়ে ব্যান্ডেজ করা আছে। চ্যাম্পিয়ন আবার উঠবে,' যুবরাজ তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন।

প্রসঙ্গত, আইপিএল ২০২৩ এ খেলতে পারবেন না এবং তার জায়গায় ডেভিড ওয়ার্নারকে তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে। ওয়ার্নারের ডেপুটি হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়




 

 rajesh pande