সাইবার নিরাপত্তা ভাঙার অভিযোগে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি
ঢাকা, ১৮ মার্চ (হি.স.): ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ম
সাইবার নিরাপত্তা ভাঙার অভিযোগে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি


ঢাকা, ১৮ মার্চ (হি.স.): ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে। খবর অনুযায়ী,সাইবার নিরাপত্তা আইনে অভিনেত্রী ও তাঁর স্বামী রাকিব সরকারে বিরুদ্ধে মামলা দায়ের করেছিল গাজীপুর পুলিশ। সেই মামলায় মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পলাতক মাহিয়ার স্বামী রকিব।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি মাহিয়ার স্বামী ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সকালে মাহির ফেসবুক পেজ থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি।

এছাড়া ওই ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’রও অভিযোগ করেন রকিব। এদিকে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেই মামলার ভিত্তিতেই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।

রাকিব সরকার ও মাহিয়া মাহি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। শনিবারই তাঁরা বাংলাদেশে ফেরেন। তারপরই গ্রেফতার হন মাহি।-হিন্দুস্থান সমাচার/ কাকলি




 

 rajesh pande