২১টি বাংলাদেশি পাসপোর্ট সহ সীমান্তে বাজেয়াপ্ত কাফ সিরাপ
বালুরঘাট, ১৮ মার্চ (হি.স.): দক্ষিণ দিনাজপুরের সীমান্ত থেকে বাজেয়াপ্ত হল প্রচুর বাংলাদেশি পাসপোর্ট।
২১টি বাংলাদেশি পাসপোর্ট সহ সীমান্তে বাজেয়াপ্ত কাফ সিরাপ


বালুরঘাট, ১৮ মার্চ (হি.স.): দক্ষিণ দিনাজপুরের সীমান্ত থেকে বাজেয়াপ্ত হল প্রচুর বাংলাদেশি পাসপোর্ট। বালুরঘাট থানার সানাপাড়া সীমান্ত এলাকা থেকে ২১টি পাসপোর্ট বাজেয়াপ্ত করে বিএসএফ। পাসপোর্ট-এর সঙ্গে ২৬ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে। ওই পাসপোর্টগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। শনিবার বিএসএফ ওই বাজেয়াপ্ত পাসপোর্ট বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। কী কারণে ওই পাসপোর্ট পাচার করা হচ্ছিল এবং কোথা থেকে তা আনা হয়েছিল, তা নিয়ে ধন্দে বিএসএফ। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা চিংগিশপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া গ্রামে ভারত- বাংলাদেশ সীমান্তে প্রহরা দেওয়ার সময় একদল পাচারকারীকে তাড়া করে। সেইসময় অভিযান চালিয়ে সেই পাসপোর্ট ও কাফ সিরাপগুলি বাজেয়াপ্ত করে। তবে কোনও পাচারকারীকে গ্রেফতার করা যায়নি। বাজেয়াপ্ত হওয়া সমস্ত জিনিস বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।-হিন্দুস্থান সমাচার/ কাকলি




 

 rajesh pande