ঠাকুরনগর(উত্তর ২৪ পরগনা), ১৮ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শনিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ঠাকুর নগরে উদ্বাস্তু সম্প্রদায় মতুয়া আয়োজিত মতুয়া মহামেলা ২০২৩-এ যোগ দিতে এসেছিলেন। এসময় তিনি বলেন, এই মহামেলার সাংস্কৃতিক অনুষ্ঠান এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর উৎকৃষ্ট উদাহরণ। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নৌপরিবহন, বন্দর ও জলপথ এবং আয়ুষ সোনোয়ালের মন্ত্রীর সঙ্গে। বিশেষ বিষয় হল, এই মেলাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে যতটা সম্ভব বেশি সংখ্যক মানুষকে অংশগ্রহণের আবেদন করেছিলেন।
সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রীর আবেদন অনুযায়ী তিনি এখানে এসেছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষদের কেন্দ্রে পূর্ণ আস্থা রয়েছে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকীতে এই মহামেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে হাজার হাজার মানুষ উপস্থিত হন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই এই সম্প্রদায়কে সাহায্য করার জন্য পূর্ণ প্রচেষ্টা চালাচ্ছে।
রাজ্যে কমপক্ষে সাতটি লোকসভা এবং অন্তত ৫০টি বিধানসভা আসনে জয়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ ভারতীয় জনতা পার্টি ২০১৯ সালে এই সম্প্রদায়কে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তা পূরণ না হওয়ায় সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি অবশ্যই এই সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সম্প্রদায়ের হাজার হাজার মানুষের মধ্যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে এসেছি। এই মহান অনুষ্ঠানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আভা সর্বত্র অনুভূত হয়। তিনি বলেন, ভারত সরকার এই মেলায় পৌঁছানোর সুবিধার্থে একটি বিশেষ ট্রেন পরিচালনা করেছে। সারাদেশ থেকে অন্তত ৪৫ লাখ লোক এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
শান্তনু ঠাকুর বলেন, সর্বানন্দ সোনোয়ালের আগমনে সম্প্রদায়ের মানুষের মধ্যে অবশ্যই আনন্দের জোয়ার বইছে। এ কারণে মেলা আয়োজনে আগ্রহ বেড়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এই সম্প্রদায়ের প্রতিটি প্রত্যাশা পূরণ করবে।
এখানে পৌঁছে সোনোয়াল ঐতিহ্যবাহী উপায়ে গুরু হরিচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রার্থনা সভায় অংশ নেন। তাঁকে স্বাগত জানাতে আগত মানুষও ক্রমাগত ‘হরি বোল’ স্লোগান দিচ্ছিলেন।
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়