রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চিনের যুদ্ধবিরতির দাবির বিরোধিতা করেছে আমেরিকা
ওয়াশিংটন, ১৮ মার্চ (হি.স.) : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ থা
দাবির বিরোধিতা করেছে আমেরিকা


ওয়াশিংটন, ১৮ মার্চ (হি.স.) : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ থামছে না। এখন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে মতপার্থক্য সামনে এসেছে। ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য চিনের দাবির বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে রুশ হামলার পর আমেরিকাসহ পশ্চিমা বিশ্বকে প্রকাশ্যে ইউক্রেনের পাশে দাঁড়াতে দেখা যায়। পশ্চিমা বিশ্বের অনেক বড় নেতাও ইউক্রেন সফর করেছেন। এখন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। জিনপিংয়ের রাশিয়া সফরকে যুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে চিনের অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া সফরকালে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতির দাবি জানাবেন। যুক্তরাষ্ট্র এ ধরনের যেকোনো দাবির বিরোধিতা করেছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য চিনের দাবির বিরোধিতা করে কারণ এটি রাশিয়াকে উপকৃত করবে এবং ক্রেমলিনকে নতুন আক্রমণের প্রস্তুতিতে সহায়তা করবে। গত এক বছর ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করে আসছে আমেরিকা। তিনি উদ্বিগ্ন যে যুদ্ধবিরতিকে অগ্রাধিকার দেওয়া রাশিয়ান বাহিনীর উপর চাপ কমিয়ে দেবে এবং ক্রেমলিনকে বিশাল অঞ্চলে তার দখলকে সুসংহত করার সুযোগ দেবে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়




 

 rajesh pande