ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, হতাহতের খবর নেই
সান্তিয়াগো, ৩১ মার্চ (হি.স.) : তুরস্ক, জাপান, রোমানিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, আফগানি
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, হতাহতের খবর নেই


সান্তিয়াগো, ৩১ মার্চ (হি.স.) : তুরস্ক, জাপান, রোমানিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তানের পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। বৃহস্পতিবার রাতে ভয়াবহ ভূমিকম্প হয় চিলিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল মধ্য চিলির উপকূল থেকে ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ হঠাৎই ভূ-কম্পন অনুভূত হয় চিলির উপকূলে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১.০৩ মিনিট নাগাদ (স্থানীয় সময় অনুযায়ী) ভূকম্পন অনুভূত হয় চিলিতে। কম্পনের উৎসস্থল ছিল চিলির মৌল উপকূলে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার ভূমিকম্প হল চিলিতে। গত ২২শে মার্চ ভূমিকম্প হয়েছিল।

এর আগে মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে পাওয়া খবর অনুযায়ী, এই জোরাল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাপানের হোক্কাইডো থেকে ২০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৬.১। তার আগে ২১ মার্চ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। সঙ্গে একের পর এক আফটারশক অনুভূত হয়। জোরাল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জুর্মে ১৮০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়াও ভূমিকম্পে কেঁপে ওঠে তুর্কমেনিস্থান, কাজাখিস্তান, পাকিস্তান, উজবেকিস্তানও।-হিন্দুস্থান সমাচার / কাকলি




 

 rajesh pande