রাষ্ট্রায়ত্ত সেইল–এর ডিএসপি রেকর্ড উৎপাদন করে নজির সৃষ্টি করল
দুর্গাপুর, ১ এপ্রিল (হি. স.) বিলগ্নিকরনের চোখ রাঙানি। তার মধ্যে গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সেইলের দ
রাষ্ট্রায়ত্ত সেইল–এর ডিএসপি রেকর্ড উৎপাদন করে নজির সৃষ্টি করল


দুর্গাপুর, ১ এপ্রিল (হি. স.) বিলগ্নিকরনের চোখ রাঙানি। তার মধ্যে গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সেইলের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কারখানায় রেকর্ড উৎপাদন করে নজির সৃষ্টি করল। আর এই ইতিহাস সৃষ্টি কারী উৎপাদন করে 'উড়ন্ত রং' বলে দাবী করেছে সংস্থা।

ডিএসপি মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু (বিবি রায়) রায় জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে হট মেটাল, ক্রুড ইস্পাত এবং বিক্রয়যোগ্য ইস্পাতের উৎপাদনের হার ছিল লক্ষ্যমাত্রার যথাক্রমে ১০৮, ১০৫ ও ১০৪ শতাংশ। মোট ২.৫৭ টন হট মেটাল, ২.২৯ টন ক্রুড ইস্পাত এবং ২.১৮ টন বিক্রয়যোগ্য ইস্পাত উৎপাদিত হয়েছে। ব্লেন্ড মিক্স, সিস্টার, টোটাল কাস্টার, মার্চেন্ট মিল, এমএসএম, ফিনিশড স্টিল প্রভৃতি ক্ষেত্রেও রেকর্ড উৎপাদন হয়েছে ডিএসপি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০৭ শতাংশ ক্যাপাসিটি ইউটিলাইজেশন এবং ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করেছে। এবং গত বছরের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে হট মেটালের। যার বার্ষিক উৎপাদন ছিল ২.৫৭ মেট্রিক টন। ক্রুড ইস্পাতের বার্ষিক উৎপাদন ছিল ২.২৯ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার ছাড়িয়ে উৎপাদন হয়েছে ১০৪ শতাংশ এবং গত বছরের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিক্রয়যোগ্য ইস্পাতের বার্ষিক উৎপাদন ছিল ২.১৮ মেট্রিক টন। এবং গত বছরের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্লেন্ড মিক্স, সিন্টার, হট মেটাল, ক্রুড স্টিল, টোটাল কাস্টার, মার্চেন্ট মিল, এমএসএম, ফিনিশড স্টিল, বিক্রয়যোগ্য ইস্পাত এবং বিশেষ ও মূল্য সংযোজন ইস্পাত সহ সর্বকালের সেরা বার্ষিক উৎপাদন রেকর্ড করা হয়েছে। একই ধরনের কৃতিত্ব ডিএসপি রেকর্ড উৎপাদন করেছে ব্লেন্ড মিক্স, সিন্টার, হট মেটাল, মার্চেন্ট মিল এবং ফিনিশড স্টিলের ক্ষেত্রে। ডিএসপি গত অর্থ বছরে একটি গ্র্যান্ড গ্রাহক মিটের আয়োজনের মাধ্যমে অন্যান্য ক্ষেত্রেও তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। মুকুটে সংযোজন হিসাবে, ডিএসপি সমস্ত গ্রেড কভার করে টিএমটি বার উৎপাদনের জন্য মেসার্স CII থেকে গ্রিনপ্রো সার্টিফিকেশন পেয়েছে।

ইস্পাত শিল্পের পরীক্ষাগারের অভুতপুর্ব সাফল্য পেয়েছে। বিশ্বমানের স্বীকৃতি পেয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেইল)র দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) মুকুটে। সংস্থার পরীক্ষাগার ন্যাশনাল অ্যাক্ট্রিডেশন বোর্ড ফর টেষ্টিং (এনএবিএল) পেল তাদের ল্যাবরটরি টেস্টিং ফ্যাসিলিটির জন্য। দুর্গাপুর ইস্পাত কারখানার মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল টেস্টিং বিভাগ ইস্পাত পণ্যের ওপর তাদের ল্যাবরটরি টেস্টিং ফেসিলিটির জন্য এই স্বীকৃতি পেয়েছে। প্রসঙ্গত বছরখানেক আগে দেশজুড়ে 'আজাদি কি অমৃত মহোৎসব' উপলক্ষ্যে সেইলের দুর্গাপুর ইস্পাত পরিদর্শন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তৎকালীন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং। ওইসময় কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং বলেছিলেন, দেশে ৩০০ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হয়। যার মধ্যে গুরুত্ব পুর্ন ভুমিকা রয়েছে দেশের পাবলিক সেক্টরগুলির। পাবলিক সেক্টরগুলির জমি, মেধা দক্ষতা রয়েছে। তারমধ্যে সেইল ৫০ মিলিয়ন টন উৎপাদন করবে।

তিনি আরও বলেছিলেন, উৎপাদন বৃদ্ধি করতে হলে কিছু বিষয়ের ওপর জোর দিতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে নজির গড়েছে। দেশে হাইড্রোজেন এনার্জির উৎস্য রয়েছে, তার সম্ভাবনাও রয়েছে। হাইড্রোজেন মিশন ব্যাবহার করা হবে। ইলেক্ট্রোরাইসিস প্রসেসে করা হবে। পাইলট প্রজেক্ট হবে। ২০২৫ সালে দেশে পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদন হবে। যদিও ইতিমধ্যে বন্দে ভারত ট্রেনের চাকা তৈরী করে নজির গড়েছে। তার গুনগত সুনাম পেয়েছে ডিএসপি।

হিন্দুস্থান সমাচার / জয়দেব/ কাকলি




 

 rajesh pande