বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ম্যাচেই পঞ্জাব কিংস-র কাছে হার নাইটদের
মোহালি, ১ এপ্রিল(হি.স.) : ১৬তম আইপিএলের প্রথম ম্যাচেই হার নাইটদের ৷ প্রথম ম্যাচেই প্রকাশ্যে চলে এল
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ম্যাচেই পঞ্জাব কিংস-র কাছে হার নাইটদের


মোহালি, ১ এপ্রিল(হি.স.) : ১৬তম আইপিএলের প্রথম ম্যাচেই হার নাইটদের ৷ প্রথম ম্যাচেই প্রকাশ্যে চলে এল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিভাগের দুর্বলতা। প্রথমবার মাঠে নেমেই বিপর্যয়ের মুখে পড়ল নাইটদের টপ অর্ডার। ফলস্বরূপ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ উইকেটে হারতে হল নাইটদের।

এদিন মোহালিতে প্রথম ব্যাট করে নাইটদের ১৯২ রানের টার্গেট দেয় পঞ্জাব কিংস ৷ সাউদি, বরুণ চক্রবর্তীরা আপ্রাণ চেষ্টা করলেও রানের গতি কমানো সম্ভব হয়নি। নাইটদের সামনে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যমাত্রা দেয় পঞ্জাব। পঞ্জাবের হয়ে ভানুকা রাজাপাক্ষা অনবদ্য ৫০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক ধাওয়ান খেলেন ৪০ রানের ঝকঝকে ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে প্রায় তাসের ঘরের মতোই ভেঙে পড়ে নীতীশ রানার নেতৃত্বাধীন কলকাতার টপ-অর্ডার। ৫০ রান তুলতে গিয়েই তিন উইকেট হারায় কলকাতা। অধিনায়ক নিজে খানিকটা হাল ধরা চেষ্টা করলেও ব্যক্তিগত ২৪ রানের মাথায় ফিরতে হয় তাঁকে। এরপর নাইট সংসারের হাল ধরেন আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ার। মূলত তাঁদের লড়াইয়ের দরুণ খানিকটা অক্সিজেন পায় নাইট শিবির। তবে শেষরক্ষা হল না। ব্যক্তিগত ৩৫ রনে ফেরেন রাসেল, তারপরেই ৩৪ রানে ফিরে যান ভেঙ্কটেশ। নাইটদের জয়ের আশা কার্যত শেখানেই শেষ হয়ে যায়। তবে চেষ্টা চালিয়ে যেতে থাকেন শার্দূল ঠাকুর ও সুনীল নারায়ণ। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে কলকাতার স্কোর ছিল ৭ উইকেটে ১৪৬। শেষ ২৪ বলে দরকার ছিল ৪৬ রান। কিন্তু প্রবল বর্ষণে আর খেলা শুরু করা যায়নি। শেষমেশ ডাকওয়ার্থ লুইসে ৭ রানে হারই স্বীকার করতে হয় নাইটবাহিনীকে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি




 

 rajesh pande