লিলুয়া-বর্ধমান শাখায় আবারও লোকাল ট্রেন বাতিল
কলকাতা, ১ এপ্রিল (হি স)। লিলুয়া-বর্ধমান শাখায় আবারও কিছু লোকাল ট্রেন বাতিল। উন্নয়নমূলক কাজের জন্য
লিলুয়া-বর্ধমান শাখায় আবারও লোকাল ট্রেন বাতিল


কলকাতা, ১ এপ্রিল (হি স)। লিলুয়া-বর্ধমান শাখায় আবারও কিছু লোকাল ট্রেন বাতিল। উন্নয়নমূলক কাজের জন্য টানা ১৫ দিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল লিলুয়া-বর্ধমান শাখায়। পূর্ব রেলের তরফে একথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

উচ্চগতি সম্পন্ন ট্রেনের জন্য ওভারহেড ইকুইপমেন্টের উন্নতিকরণ এবং ট্র্যাক মডিফিকেশনের জন্য লিলুয়া-বর্ধমান শাখায় পাওয়ার ব্লক থাকবে। ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখায় কাজ চলবে।

হাওড়া, পান্ডুয়া, বর্ধমান, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর ও মশাগ্রাম থেকে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। হাওড়া থেকে বাতিল থাকবে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৩৪৩, ৩৬০৩৭১, ৩৭০১১, ৩৬৮২৫, ৩৬০৮৫— এই ৭টি ট্রেন। পান্ডুয়া থেকে ৩৭৬১৪ ট্রেনটি।

বর্ধমান থেকে ৩৭৮৩৪ ও ৩৭৮৪০ ট্রেন দুটি। তারকেশ্বর থেকে ৩৭৩৫৪, গুড়াপ থেকে ৩৬০৭২, শ্রীরামপুর থেকে ৩৭০১২ এবং মসাগ্রাম থেকে ৩৬০৮৬ ট্রেনটি বাতিল থাকবে।

হিন্দুস্থান সমাচার/ অশোক / কাকলি




 

 rajesh pande