অরুণাচলে পোকসো আইনে দুই ব্যক্তির ২০ বছরের সশ্রম কারাদণ্ড
ইটানগর, ১ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্ৰদেশে ‘দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট
Two men awarded 20 years in jail under POSCO Act in Arunachal


ইটানগর, ১ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্ৰদেশে ‘দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট’ বা পোকসো আইনের ধারা বলে দুই ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

অরুণাচল প্রদেশের লোয়ার সুবনসিরি জেলার বিশেষ পোকসো আদালতের বিচারপতি জাওয়েপলু চাই সংশ্লিষ্ট আইনের অধীনে দুই জন যথাক্রমে গোদাক তামিন এবং গোদাক সাপ্পিকেকে এই সাজা দিয়েছেন। পোকসো আইনের ধারা ৬-এর অধীনে জনৈক কিশোরীকে ধর্ষণের জন্য গোদাক তামিনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এছাড়া গোদাক সাপ্পিকে এই আইনের ১৭ ধারার অধীনে অপরাধে সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত করেছিল আদালত। বিচারপতি জাওয়েপলু চাই সজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকার জরিমানাও করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবা ২০২১ সালের ২৯ মে এক এফআইআর দায়ের করে দাবি করেছিলেন, ২৮ জানুয়ারি (২০২১) রাতে গোদাক তামিন রাদুম গ্রামের গোদাক সাপ্পির বাড়িতে তাঁর তাঁর নাবালিকা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করেছে। ওই অপকর্মে ভুক্তভোগী মেয়েকে সাপ্পির সাথে গোটা রাত কাটাতে জোরজবরদস্তি করা হয়েছিল।

প্রদত্ত এফআইআর-এর ভিত্তিতে পুলিশ রাগা থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ (২), আর/ডব্লিউ পোকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া গুটিয়ে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর উভয় আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার। এর পর বেশ কয়েকবার শুনানি শেষে দুই আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থ জরিমানা সহ সাজা শুনিয়েছেন পোকসো আদালতের বিচারপতি জাওয়েপলু চাই।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande