আম্পায়ারের বড় ভুলে কলকাতা-পঞ্জাব ম্যাচে নাটক!
মোহালি, ১ এপ্রিল(হি.স.) : আইপিএলের দ্বিতীয় ম্যাচেই আম্পায়ারকে নিয়ে বিতর্ক শুরু হল। ইংরেজ আম্পায়ার
আম্পায়ারের বড় ভুলে কলকাতা-পঞ্জাব ম্যাচে নাটক!


মোহালি, ১ এপ্রিল(হি.স.) : আইপিএলের দ্বিতীয় ম্যাচেই আম্পায়ারকে নিয়ে বিতর্ক শুরু হল। ইংরেজ আম্পায়ার করলেন বড় ভুল। কলকাতা নাইট রাইডার্স -পঞ্জাবের ম্যাচেই ওভারের কাউন্টিং ভুল করলেন আম্পায়ার। আম্পায়ার পাঁচ বল হওয়ার পরেই ওভার শেষ করলেন। ফিল্ডাররাও চলে গেলেন যে যার পজিশনে।

এখানেই ঘটল অবাক কান্ড। দেখা গেল এ ব্যাপারে তৃতীয় আম্পায়ার ফিল্ড আম্পায়ারকে সতর্ক করলেন। দেখা গেল, তারপর আবার বোলারকে আম্পায়ারের নির্দেশ মতো শেষ বলটি করতে।

এটি পঞ্জাবের ব্যাটিং চলার সময়, নবম ওভারের ঘটনা। কলকাতার শার্দূল ঠাকুর বল করার সময় এই ঘটনাটি ঘটে। এই ওভারের প্রথম পাঁচটি বল হওয়ার পরেই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ওভার দিয়ে দেন। দু’দলের ক্রিকেটাররাও এ ব্যাপারটা বুঝতে পারেননি। শার্দূল আম্পায়ারের কাজ থেকে ক্যাপ নিয়ে বাউন্ডারির ধারে চলে যান ফিল্ডিং করতে। আর সেই সময়েই ওয়াকিটকিতে তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল নির্দেশ পাঠান অক্সেনফোর্ডকে। বললেন আপনার ওভার কাউন্ট করতে ভুল হয়েছে। ৫ বলে ওভার হয়েছে। তৎক্ষণাৎ ইংরেজ আম্পায়ারের ভুল ভাঙে। তখনই ষষ্ঠ বল করার জন্য আবার ডেকে নেন শার্দূলকে।

অথচ আধুনিক ক্রিকেটে বলের সংখ্যা কাউন্ট করার জন্য আম্পায়াররা বিশেষ একটি যন্ত্র ব্যবহার করে থাকেন। তা সত্বেও কিভাবে আম্পায়াররা এই ভুল করে থাকেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হিন্দুস্থান সমাচার /শান্তি/সঞ্জয় / কাকলি




 

 rajesh pande