৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টিতে ভিজবে জম্মু-কাশ্মীর, উঁচু পাহাড়ে রয়েছে তুষারপাতের সম্ভাবনা
শ্রীনগর, ১ এপ্রিল (হি.স.): আগামী ৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টিতে ভিজবে জম্মু ও কাশ্মীর। এই সময়ে কাশ্মীরের
৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টিতে ভিজবে জম্মু-কাশ্মীর, উঁচু পাহাড়ে রয়েছে তুষারপাতের সম্ভাবনা


শ্রীনগর, ১ এপ্রিল (হি.স.): আগামী ৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টিতে ভিজবে জম্মু ও কাশ্মীর। এই সময়ে কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার আংশিক থেকে সাধারণত মেঘলা আবহাওয়া থাকবে, বিক্ষিপ্ত জায়গায় সন্ধ্যার দিকে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ৩-৬ এপ্রিল অনেক জায়গায় বিরতিহীন বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের সঙ্গে শক্তিশালী দমকা হাওয়া হতে পারে, তিনি বলেন।

৬ এপ্রিল পর্যন্ত কৃষকদের বাগানে স্প্রে করা এবং জমিতে সেচ দেওয়া স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া বিভাগ যাত্রীদের ভ্রমণ শুরু করার আগে বিভিন্ন মহাসড়ক এবং রাস্তার রাস্তার অবস্থা ট্রাফিক কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আজ সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত গত ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের বিষয়ে, আবহাওয়া আধিকারিক জানিয়েছেন, শ্রীনগরে ৫.২ মিমি, কাজিগুন্ড ১.৬ মিমি, পহলগামে ৩.৩ মিমি, কুপওয়ারা ৫.৩ মিমি, কোকেরনাগে ৯.০ মিমি, গুলমার্গে ৩.৪ মিমি, জম্মুতে ১৩.৭ মিমি, বানিহাল ১৩.৭ মিমি, কাটরা ১২.৮ মিমি, ভাদেরওয়াহ ১৩.৮ মিমি এবং কাঠুয়া ২০.৮ মিমি বৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ। কাকলি




 

 rajesh pande