ধৃত কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে লোধাশুলিতে বাইক যাত্রা
ঝাড়গ্রাম, ৩০ মে (হি. স.) : ধৃত কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রা
ধৃত কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে লোধাশুলিতে বাইক যাত্রা


ঝাড়গ্রাম, ৩০ মে (হি. স.) : ধৃত কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক অভিযান হয়। ধৃত ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে হয় মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯ কুড়মি নেতাকে।

শুক্রবার ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। এই ঘটনায় শুক্রবারই ৪ জনকে গ্রেফতার করা হয়। রবিবার, কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার, নিশিকান্ত মাহাতো নামে এক কুড়মি নেতাকে শালবনিতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, নিশিকান্ত মাহাতো, কুড়মি নেতা রাজেশ মাহাতোর ঘনিষ্ঠ।

কনভয়ে হামলার ঘটনায় শুরুতে মমতা বন্দ্য়োপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়মি সমাজকে কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপির ঘাড়ে দায় ঠেলেছিলেন। গত শনিবারই তৃণমূলনেত্রী বলেছিলেন, 'কুড়মিরা মারেনি। বিজেপি টার্গেট করেছিল অভিষেককে। বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে।' অন্যদিকে অভিষেক বলেছিলেন, 'বিজেপির নেতারা বীরবাহার ওপর হামলা করেছে। আদিবাসী কুড়মিরা বলেছে আমাদের কেউ এ ঘটনায় যুক্ত নয়। জয় গরামের স্লোগান না দিয়ে জয় শ্রীরাম।' কিন্তু তারপরও শিক্ষক ও কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোকে গ্রেফতার করা হয়। রাতারাতি খড়গপুরের বানাপুর স্কুল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলিও করা হয় তাঁকে। একে একে গ্রেফতার করা হয় কুড়মি সমাজের আরও ৮ জনকে, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande