'বাম-রাম-শ্যাম'-এর 'অকাজ-কুকাজ' নিয়ে সরব মমতা
কলকাতা, ৩০ মে (হি. স.) : বাংলায় জোট রাজনীতি নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন
'বাম-রাম-শ্যাম'-এর 'অকাজ-কুকাজ' নিয়ে সরব মমতা


কলকাতা, ৩০ মে (হি. স.) : বাংলায় জোট রাজনীতি নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন ‘বাম-রাম-শ্যাম’-এর ‘অকাজ-কুকাজ’ নিয়ে।

মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘বাম-রাম-শ্যাম কখনও বিরত হয় নিজেদের অকাজ-কুকাজ করার জন্য? ওদের এক থাকতে দিন। ওরা চিরকাল এক থাকবে। ওরা একই মালার তিনটে ফুল।’’ এর পরেই আবার সংশোধন করে বলেন, ‘‘ফুল তো নয়, বাবলাগাছের কাঁটা। কুলগাছের কাঁটা। ওরা ভাল চিন্তা করে না। তাই ওদের নিয়ে চিন্তা করার সময় আমার নেই।’’

প্রশ্ন ওঠে, বাংলায় বাম এবং কংগ্রেস মিলে যে জোট তৈরি হয়েছে, তা কি বাইরনের দলবদলে মুখ থুবড়ে পড়ল? কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তথা বিজেপির বিরুদ্ধে যখন বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে জোট বাঁধার কথা বলছে তৃণমূল, যেখানে কংগ্রেসের থাকার সম্ভাবনা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে, সেই পরিস্থিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য বিশেষ প্রনিধানযোগ্য।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande