শুভমনই এ বারের আইপিএলের সুপারস্টার
আমেদাবাদ, ৩০ মে (হি.স.): ভারতীয় ক্রিকেটের প্রিন্স, ভবিষ্যৎ এমনই কিছু বিশেষণ পেয়ে গেছেন শুভমন গিল এবা
শুভমনই এ বারের আইপিএলের সুপারস্টার


আমেদাবাদ, ৩০ মে (হি.স.): ভারতীয় ক্রিকেটের প্রিন্স, ভবিষ্যৎ এমনই কিছু বিশেষণ পেয়ে গেছেন শুভমন গিল এবারের আইপিএলে।

তারই তো এটা প্রাপ্য। গোটা আইপিএল জুড়ে ব্যাট হাতে যে দাপট গিল দেখিয়ে গেলেন তা এককথায় অবিশ্বাস্য। তাঁর ব্যাট বিরাট কোহলি, রোহিত শর্মার ২০২৩ আইপিএল জয়ের স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিয়েছে। তাঁর ব্যাট স্বপ্ন জুগিয়েছিল একটা দুই বছরের পুরনো দলকে দ্বিতীয় বার আইপিএল ট্রফি জয়ের। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান। দলকে শেষ ধাপ পর্যন্ত নিয়ে গেলেন। ফাইনালে তেমন বড় স্কোর গড়তে পারেননি। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচেও ২০ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন। মোট রান ৮৯০। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী এবং অরেঞ্জ ক্যাপের মালিক। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে কমলা টুপি উঠল শুভমন গিলের মাথায়।

একটি সিজনে সর্বাধিক ৯৭৩ রান ছিল বিরাট কোহলির সেই ২০১৬ সালে। আইপিএলের ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯০০ রানের গণ্ডি অতিক্রম করতেই পারতেন। দুর্ভাগ্য পারলেন না ১০ রানের জন্য ৯০০-র গণ্ডি পার করতে। তবে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পার্পল ক্যাপের মালিক হয়ে গেলেন। তাঁর ৮৯০ রান আইপিএলের একটি সিজনে দ্বিতীয় সর্বাধিক রান। মাত্র ২৩ বছর বয়সেই তিনটে ফাইনাল খেললেন। একটি কলকাতা নাইট রাইডার্সের হয়ে, দুটি গুজরাট টাইটান্সের জার্সিতে। এদিন পার্পল ক্যাপ ছাড়াও একাধিক পুরস্কার পেয়েছেন শুভমন। এ বারের টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার, গেম চেঞ্জার অব দ্য সিজন তিনিই।

হিন্দুস্থান সমাচার/শান্তি




 

 rajesh pande