দৈনিক সংক্ৰমণ আরও নিম্নমুখী ভারতে; সক্রিয় রোগী কমে ৪,৫০৩, ভারতে করোনায় মৃত্যু একজনের
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ আরও কিছুটা কমেছে, নিয়ন্ত্রণে রয়েছে মৃত্যুর সংখ্
ভারতে করোনায় মৃত্যু একজনের


নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ আরও কিছুটা কমেছে, নিয়ন্ত্রণে রয়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২২৪ জন, এই সময়ে একজনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪,৫০৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। একজনের মৃত্যুর পর মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩১,৮৬৭ জনের (১.১৮ শতাংশ)।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৫৩,৯০৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০১,৬৯৫ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৭,০৯,২৮৬ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ মে সারা দিনে ভারতে ৯৮,১৬৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande