ঘোষণা করা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আম্পায়ারদের তালিকা, সেখানে ভারতের জন্য সুখবর নেই
মুম্বাই, ৩০ মে (হি.স.): ইংল্যান্ডের ওভালে ৭-১১ জুন ওভালে চলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফা
সেখানে ভারতের জন্য সুখবর নেই


মুম্বাই, ৩০ মে (হি.স.): ইংল্যান্ডের ওভালে ৭-১১ জুন ওভালে চলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আইসিসির এই মেগা ইভেন্টের জন্য আম্পায়ারের নাম ঘোষণা করা হয়েছে। কোনও ম্যাচে আম্পায়ারের একটা সিদ্ধান্তই বদলে যেতে পারে একটা ম্যাচের ছবি। টেস্ট চ্যাম্পিয়নশিপ- এর জন্য আইসিসির পক্ষ থেকে প্রকাশ করা হল আম্পায়ারদের নাম। জানা গিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে থেকে ম্যাচ পরিচালনা করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। তবে এই আম্পায়ারদের তালিকায় এমন একজনের নাম রয়েছে, যিনি ভারতীয় দলের জন্য ‘আনলাকি।’ কে তিনি?

আসলে এ বারের ফাইনালে আম্পায়ারদের যে তালিকায় প্রকাশ করেছে আইসিসি তাতে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কোটেলবরো। তিনি আইসিসি ট্রফির নকআউটে আম্পায়ারিং করলেই ভারত হেরে যায় বলে রেকর্ড রয়েছে। আর তিনিই এবার ফাইনালে থাকছেন তৃতীয় আম্পায়ারের ভূমিকায়।

কেটেলবরোকে নিয়ে পরিসংখ্যান কি বলছে :

অতীতে দেখা গেছে কোটেলবরো ম্যাচ পরিচালনা করলেই আইসিসি ট্রফি বা বিশ্বকাপের নকআউটে ভারত হেরে যায়। যেমন- ইংল্যান্ডের এই আম্পায়ার ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ পরিচালনা করেছিলেন। ভারত সে বার শ্রীলঙ্কার কাছে হেরেছিল। তারপর ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালেও ভারত হয়েছিল ওই আম্পায়ার থাকাকালীন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ভারত হেরেছিল এই আম্পায়ার থাকাকালীন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট সেখানেও ভারত হেরে ছিল এই আম্পায়ার থাকাকালীন। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালেও ভারতের একই অবস্থা ছিল উনি আম্পায়ার থাকাকালীন।

সুতরাং দেখা যাচ্ছে,ভারত যতগুলো আইসিসি ট্রফির নকআউটে হেরেছে সেগুলির আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো। তিনি আম্পায়ার থাকাকালীন ভারত সেই ম্যাচ কখনও জেতেনি। প্রসঙ্গত, গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তৃতীয় আম্পয়ারের ভূমিকায় ছিলেন কেটেলবরো। আর ওই ম্যাচ ভারত নিউজিল্যান্ড এর কাছে হেরে রানার্স হয়েছিল। ফলে এ বার কী রয়েছে ভারতীয় টিমের ভাগ্যে? সেটাই এখন দেখার। না এবার ভাগ্যের পরিবর্তন ঘটাবে টিম ইন্ডিয়া?

হিন্দুস্থান সমাচার/শান্তি




 

 rajesh pande