আজ হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জন দেবেন কুস্তিগীররা
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): কুস্তিগীরদের প্রতিবাদ আরও জোরালো হচ্ছে। দু’দিন আগে কুস্তিগীরদের প্রতিবাদ
wrestler


নয়াদিল্লি, ৩০ মে (হি.স.):

কুস্তিগীরদের প্রতিবাদ আরও জোরালো হচ্ছে। দু’দিন আগে কুস্তিগীরদের প্রতিবাদ ক্ষেএ জন্তরমন্তর থেকে সরিয়ে দিয়ে আটক করা হয়। এবার সেই কুস্তিগীররা জানালেন যে আজ মঙ্গলবার তাঁরা তাঁদের পদক বিসর্জন দেবেন গঙ্গায়। মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট সহ অন্যান্য বিক্ষোভকারীরা ২৩ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে তাদের প্রতিবাদ শুরু করেছিলেন।

কুস্তিগীরদের এই নতুন পদক্ষেপ আনন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। কুস্তিগীররা বজরং পুনিয়ার ট্যুইটারে পোস্ট করা একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা আজ সন্ধ্যা ৬ টায় হরিদ্বারের গঙ্গায় আমাদের পদক ভাসিয়ে দেব’।’ বিবৃতিতে বলা হয় যে গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার পর তাঁরা ইন্ডিয়া গেটে আমরণ অনশন করবেন।

সাক্ষী মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আন্দোলন থামছে না। যন্তরমন্তর চত্বরে বিক্ষোভ চলবে।“

হিন্দুস্থান সমাচার/শান্তি




 

 rajesh pande