মিজোরামে আসাম রাইফেলসের হাতে ৩০ কোটি টাকার মাদক সহ ধৃত মায়ানমারের নাগরিক
আইজল, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : মিজোরামে আসাম রাইফেলস-এর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ট্যাবলেট সহ মায়ানম
Assam Rifles seizes drugs worth Rs 30 crore


আইজল, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : মিজোরামে আসাম রাইফেলস-এর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ট্যাবলেট সহ মায়ানমারের এক নাগরিক ধরা পড়েছে।

জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুরের দিকে মিজোরামের চাম্পাই জেলার অন্তর্গত জোকাওথার গ্রামে অভিযান চালিয়েছিলেন আসাম রাইফেলস-এর আধিকারিক-জওয়ানরা। ওই অভিযানে মায়ানমারের জনৈক নাগরিকের হেফাজত থেকে প্রায় ১ লক্ষ মেথামফেটামিন ট্যাবলেট (১০ কেজি ওজনের) উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত মেথামফেটামিন ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা হবে বলে জানানো হয়েছে।

৩০ কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেট সহ ধৃত অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জোখাওথার থানায় হস্তান্তর করেছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ




 

 rajesh pande