পুরুলিয়া, ১৮ সেপ্টেম্বর (হি স)। দেবী দুর্গাকে নিয়ে কুকথা বলার ঘটনায় ক্রমশ বড়সড় আন্দোলনের চেহারা নিচ্ছে পুরুলিয়ায়। পুলিশ ও প্রশাসন এলাকায় সতর্ক নজর রেখেছে।
সম্প্রতি কুড়মি জনজাতির মানুষজনদের একটি অনুষ্ঠানে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা ) অজিতপ্রসাদ মাহাতো দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। তাঁর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। তারপর থেকেই রীতিমতো উত্তপ্ত জঙ্গলমহলের জেলা পুরুলিয়া। এই ঘটনায় অজিত মাহাতোর বিরুদ্ধে পুরুলিয়া সদর, বলরামপুর, বাঘমুন্ডি-সহ একাধিক থানায় এফআইআর হয়েছে।
কুড়মিদের অন্যান্য সামাজিক সংগঠনগুলিও অজিতপ্রসাদ মাহাতোর বক্তব্যের বিরোধিতা করেন। জেলাজুড়ে বিভিন্ন দুর্গোৎসব ও রাবণ দহন কমিটি রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। এরপরেও আদিবাসী কুড়মি সমাজ বিধি বহির্ভূতভাবে পালটা মিছিল বের করলে রবিবার পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধে। একাধিক ব্যক্তি গ্রেফতার হয়। রবিবার বিভিন্ন থানায় অভিযোগ হয় আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা ) অজিতপ্রসাদ মাহাতোর বিরুদ্ধে। প্রত্যেকটি অভিযোগ থেকে একই দাবি অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।
এদিকে, মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর সমর্থনে রবিবার দুপুরে পুরুলিয়া শহরে একটি মিছিল বার করে আদিবাসী কুড়মি সমাজ। সেই মিছিল পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। কারণ ওই মিছিল ছিল সম্পূর্ণভাবে বে-আইনি। পুলিশ সেই মিছিল আটকে দিলে বচসা থেকে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
সোমবারও পরিস্থিতি ছিল থমথমে।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর দেবী দুর্গাকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের বিরুদ্ধে গত শনিবার পুরুলিয়ার সদর থানায় এফআইআর করে পরশুরাম সেনা। এই ঘটনায় শাসক দল তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ধর্মীয় ও সামাজিক সংগঠন গুলি আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর বিরুদ্ধে সরব হয়ে তাঁকে গ্রেফতারের দাবি জানানো হয়।
হিন্দুস্থান সমাচার/অশোক