মহামেডানের মৃত সমর্থকের পরিবারকে আর্থিক সহায়তা
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি স)। মহামেডানের মৃত সমর্থকের পরিবারকে আর্থিক সহায়তা দিল রাজ্য। গত ৩১ আগস্ট
মহামেডানের মৃত সমর্থককে আর্থিক সহায়তা


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি স)। মহামেডানের মৃত সমর্থকের পরিবারকে আর্থিক সহায়তা দিল রাজ্য। গত ৩১ আগস্ট মহামেডান মাঠে কলকাতা লিগে মহামেডান বনাম খিদিরপুরের খেলার বিরতিতে মহামেডান বনাম আর্মি রেড-র খেলা চলাকালীন মহামেডান মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মহামেডান সমর্থক মোঃ সিরাজউদ্দিন ওরফে রাজকুমার মারা যান।

সোমবার তাঁর পরিবারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে দু লক্ষ টাকার চেক তুলে দেন মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সচিব রাজেশ সিনহা।

এছাড়াও আই এফ এ'র পক্ষ থেকে দেড় লক্ষ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এক লক্ষ ও মহামেডান ক্লাবের পক্ষ থেকে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় মৃত সমর্থকের পরিবারের হাতে।

হিন্দুস্থান সমাচার/অশোক




 

 rajesh pande