ফিরে দেখা : বিশ্বকাপ ক্রিকেট ২০১৫
নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চম বার বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়ার কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): ক্
ফিরে দেখা : বিশ্বকাপ ক্রিকেট ২০১৫


নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চম বার বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়ার

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): ক্রিকেট বিশ্বকাপ ২০১৫। ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসর। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ, যৌথভাবে অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-এ। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনির ১৪ মাঠে ২৬টি এবং নিউজিল্যান্ডের ৭ শহর - অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডুনেডিন, হ্যামিল্টন, নেপিয়ার, ওয়েলিংটন ও নেলসনে ২৩টি খেলা আয়োজন করা হয়।

দুটি সেমিফাইনাল:

ইডেন পার্কে অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪ উইকেটে জয় পেয়ে নিউজিল্যান্ড দল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়।

আর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সেমি-ফাইনালে ভারতীয় দলের বিপক্ষে ৯৫ রানে জয় পেয়ে অস্ট্রেলিয়া দল সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়।

ফাইনাল:

চূড়ান্ত খেলায় নিউজিল্যান্ড ও' অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী হয়ে পঞ্চমবারের মতো শিরোপা লাভ করে।

শচীন টেন্ডুলকার এ প্রতিযোগিতার জন্য আইসিসি কর্তৃক দূতের মর্যাদা পেয়েছেন। উল্লেখ্য যে, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপেও তিনি দূত হিসেবে মনোনীত হয়েছিলেন।

এক নজরে আই সিসি বিশ্বকাপ:

প্রতিযোগিতার ধরন:

রাউন্ড রবিন ও নক আউট

আয়োজক:

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

বিজয়ী:

অস্ট্রেলিয়া (৫ম শিরোপা)

রানার-আপ:

নিউজিল্যান্ড

অংশগ্রহণকারী দলসংখ্যা: -

১৪টি।

খেলার সংখ্যা: ৪৯টি।

দর্শক সংখ্যা:

১০,১১,৪৩৯ জন (ম্যাচ প্রতি ২০,৬৪২ জন)।

**প্রতিযোগিতার সেরা খেলোয়াড়:

অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক

**সর্বাধিক রান সংগ্রহকারী:

নিউজিল্যান্ড মার্টিন গাপটিল (৫৪৭)

**সর্বাধিক উইকেটধারী

অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক (২২)

নিউজিল্যান্ড ট্রেন্ট বোল্ট (২২)।

হিন্দুস্থান সমাচার/শান্তি




 

 rajesh pande