রণকৌশল ঠিক করতে বৈঠকে বসল বিরোধীরা, সুদীপ বললেন অধিবেশন সুষ্ঠুভাবে চলুক সেটাই আমরা চাই
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): সংসদের স্বল্প সময়ের বিশেষ অধিবেশনে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে স
Opposition


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): সংসদের স্বল্প সময়ের বিশেষ অধিবেশনে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে সোমবার সকালে বৈঠকে বসলেন বিরোধীরা। সংসদ ভবনে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে বৈঠকে বসেন বিরোধী জোটের নেতারা। সেখানে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে আলোচনা করেন তাঁরা। বৈঠকে খাড়গে ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের কে সি বেণুগোপাল, অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও''ব্রায়েন, এনসিপি প্রধান শরদ পওয়ার প্রমুখ।

তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা সকলেই চাই সদনের কাজ সুষ্ঠুভাবে চলুক, অন্তত আগামী ৫ দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পাওয়া প্রসঙ্গে সুদীপ বলেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। শান্তিনিকেতন এমন একটি স্থান যা গোটা দেশ এবং বিশ্বের দ্বারা স্বীকৃত, কিন্তু রাষ্ট্রসঙ্ঘের কাছ থেকে স্বীকৃতি পাওয়া অন্য ব্যাপার। প্রসঙ্গত, এদিন বিরোধী জোটের নেতারা সিদ্ধান্ত নেন, তাঁরা সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেবেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande