নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): সংসদের পুরানো ভবন নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের বিশেষ অধিবেশনের শুরুতে লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, সাংসদ হিসেবে আমি যখন প্রথম এই ভবনে (সংসদ) প্রবেশ করেছিলাম, তখন গণতন্ত্রের মন্দিরকে প্রণাম করে শ্রদ্ধা জানিয়েছিলাম। এটা আমার জন্য একটি আবেগপূর্ণ মুহূর্ত ছিল। রেলওয়ে প্ল্যাটফর্মে বসবাসকারী দরিদ্র পরিবারের একটি শিশু কখনও সংসদে প্রবেশ করতে পারবে, তা আমি কল্পনাও করতে পারিনি। মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাব তা কল্পনাও করিনি।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এই ভবনকে বিদায় জানানো একটি আবেগময় মুহূর্ত...এর সঙ্গে জড়িয়ে আছে অনেক তিক্ত-মিষ্টি স্মৃতি। আমরা সকলেই সংসদে মতভেদ ও বিবাদ প্রত্যক্ষ করেছি, কিন্তু একই সাথে আমরা 'পরিবার ভাব' প্রত্যক্ষ করেছি। প্রধানমন্ত্রীর কথায়, একটি সন্ত্রাসী হামলা হয়েছিল (সংসদে)। এটি কোনও ভবনে হামলা ছিল না। একভাবে বলা যায়, এটা গণতন্ত্রের জননীর ওপর, আমাদের জীবন্ত আত্মার ওপর আক্রমণ। দেশ কখনও সেই ঘটনা ভুলতে পারবে না। সংসদ এবং সংসদের সমস্ত সদস্যদের রক্ষা করার জন্য যারা বুকে গুলি নিয়েছিলেন আমি তাঁদের সামনে মাথা নত করে প্রণাম করছি।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।