উজ্জয়িনী, ১৮ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা নদীর জলস্তর কমল কিছুটা, আগের দিনের তুলনায় সোমবার সকালে শিপ্রা নদীর জলস্তর বেশ কিছুটা কমেছে। তবে, এদিন সকালেও শিপ্রা নদী সংলগ্ন মন্দিরগুলির অর্ধেক জলের নীচেই ছিল।
মন্দিরের এক পুরোহিত বলেছেন, গতকালের তুলনায় শিপ্রা নদীর জলস্তর প্রায় অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে রামঘাটে প্রচুর জল এবং কাদা রয়েছে, পরিষ্কার করা হবে। ভারী বৃষ্টিপাতের কারণে রবিবার আচমকাই শিপ্রা নদীর জলস্তর অনেকটাই বেড়ে যায়, জলমগ্ন হয়ে পড়ে নদী সংলগ্ন মন্দির। তবে, স্বস্তির বিষয় হল সোমবার সকাল থেকে জলস্তর নেমেছে বেশ অনেকটাই।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।