হায়দরাবাদ, ১৮ সেপ্টেম্বর (হি.স.): শ্রীলঙ্কা বধের নায়ক মোহাম্মদ সিরাজ কে ছিল জানেন? তিনি ছিলেন অটোরিকশা চালকের ছেলে! একটা সময় অটোরিকশা চালাতেন মোহম্মদ সিরাজের বাবা। হায়দরাবাদের রাস্তায় চারমিনার থেকে বানজারা হিলস পর্যন্ত সিরাজের বাবার অটোরিকশা ছুটতো। সেই অটোচালকের ছেলে সিরাজ এখন ভারতের ক্রিকেট টিমের চালকের আসনে।
দরিদ্র পরিবারের ছেলে সিরাজের ক্রিকেটার হওয়াই হতো না। সংসারের তাগিদে সিরাজ চেয়েছিলেন বাবার মতন অটোরিকশাই চালাতে!কিন্তু সিরাজের ইচ্ছা পূরণ হয়নি বাবা মত না দেওয়ায়! ছেলের ক্রিকেট প্রতিভা দেখে সিরাজের বাবা তাকে অটো চালানোর পেশায় আনতে চাননি। ছেলের ক্রিকেটের খরচ জোগাড় করতে সিরাজের বাবা আরও দু'টি বাড়তি ট্রিপ করে সিরাজের খেলার খরচ যোগাড় করে সিরাজকে একটা ক্রিকেট কোচিং সেন্টারের ব্যবস্থা করে দেন।
বাবার সেই আশা পূরণ করেছেন সিরাজ। হায়দরাবাদের ছেলে সিরাজের রঞ্জি ট্রফিতে অভিষেক হয় ২০১৫ সালে। আর ২০২০ সালে ভারতীয় দলের টেস্ট টিমে জায়গা পান। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সিরাজকে। অটো চালকের ছেলে হায়দ্রাবাদে যে বাড়িটি বানিয়েছেন সেটি বাড়ি তো নয়, যেন একটা প্রাসাদ! সেই নতুন বাড়িটি সিরাজ অটোচালক বাবার নামেই উৎসর্গ করেছেন।
হিন্দুস্থান সমাচার/ শান্তি