কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): ভারত শোচনীয়ভাবে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতল। আর এই এক পেশে জয়ে লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানেই অলআউট তারা। ওডিআই ক্রিকেটে সর্বনিম্ন স্কোরের ক্ষেত্রে দু-বার রয়েছে শ্রীলঙ্কার নাম।
এক নজরে দেখে নেওয়া যাক সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড আর কোন কোন দেশের রয়েছে।
জিম্বাবুয়ে:
ওডিআই ক্রিকেটে সবচেয়ে কম রানের রেকর্ড রয়েছে জিম্বাবোয়ের। ২০০৪ সালে ঘরের মাঠে মাত্র ৩৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবোয়ে শ্রীলংকার বিরুদ্ধে। ১৮ ওভারেই ইনিংস শেষ। শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার চামিন্ডা ভাস ৯ ওভারে ৪টি মেডেন ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র:
দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। তিন বছর আগে নেপালের বিরুদ্ধে ৩৫ রানেই অলআউট হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের ইনিংস শেষ হয় মাত্র ১২ ওভারেই।
কানাডা:
এরপর এই তালিকায় রয়েছে কানাডা। তারা ২০০৩ ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮.৪ ওভারে ৩৬ রানে অলআউট হয়েছিল তারা। শ্রীলঙ্কার প্রভাত নিশাঙ্ক ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। চামিন্ডা ভাসের দখলে ছিল ৩ উইকেট।
জিম্বাবুয়ে:
সর্বনিম্ন স্কোরের তালিকায় আরো রয়েছে জিম্বাবোয়ের নাম। প্রথম পাঁচেই দু-বার রয়েছে তারা। ২০০১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৮ রানে অলআউট হয়েছিল জিম্বাবোয়ে।
শ্রীলংকা:
ওডিআই ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ৪৩। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০২ রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা ২০.১ ওভারে ৪৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। প্রোটিয়া অলরাউন্ডার মর্নি মরকেল ৬ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।
পাকিস্তান:
লজ্জার রেকর্ড রয়েছে পাকিস্তানেরও। ১৯৯৩ সালে কেপ টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। তাদের ইনিংসে ছিল ৬টি শুন্য। মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ।
জিম্বাবুয়ে:
তালিকায় সপ্তমে আবার জিম্বাবোয়ে। ২০০৯ সালে বাংলাদেশে ৪৪ রানে অলআউট হয়েছিল জিম্বাবোয়ে। ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে।
কানাডা ও নামিবিয়া:
অষ্টম ও নবম স্থানে রয়েছে কানাডা এবং নামিবিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ ওভারে ৪৫ রানে অলআউট হয়েছিল কানাডা। অন্য দিকে, ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৫ রানে অলআউট হয় নামিবিয়া। ৩০২ রান তাড়ায় ১৪ ওভারে শেষ নামিবিয়ার ইনিংস। অজি পেসার গ্লেন ম্যাকগ্রা ১৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।
শ্রীলংকা:
তালিকায় দশম স্থানে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার ইনিংস। মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে মাত্র ৫০ রানেই অলআউট শ্রীলঙ্কা। সিরাজ নিয়েছিলেন ছটি উইকেট। ভারতের বিরুদ্ধে এটিই তাদের সর্বনিম্ন স্কোর। সব মিলিয়ে তাদের দ্বিতীয় সর্বনিম্ন।
হিন্দুস্থান সমাচার /শান্তি