ঢাকা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ঢাকার মহম্মদপুরের কৃষি বাজারের বিধ্বিংসী আগুন নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ঢাকার মহম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই প্রায় তিনশোর বেশি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০-২৫০ কোটি টাকা। কয়েক হাজার কর্মী কর্মহীন হয়ে পড়ল।
ঢাকার মহম্মদপুরের কৃষি মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতো, গয়নাগাটির দোকান রয়েছে। তা সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। দোকানের সামনে স্তূপ করে রাখা হয়েছে মাইক্রো ওভেন, রাইস কুকার, কিচেন উড, ব্লেন্ডার, গ্যাস ও ইলেকট্রিকের চুলা, ফ্যানসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম। আগুনে পুড়ে সব কালো হয়ে গিয়েছে। কোনও কোনও দোকানে সবজি পুড়ে কালো তালে পরিণত হয়েছে। ২০টি সোনার দোকান-সহ পাঁচশোটি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০-২৫০ কোটি টাকা। তার ফলে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। মাথায় হাত ব্যাবসায়ীদের। এদিন আগুন নিয়ন্ত্রণে দমকলের ১৭টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। জলের সমস্যায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট বা মশার কয়েল থেকে এই আগুন লাগতে পারে। তবে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত পরে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অফিসার শাহজাহান সিকদার জানান।
হিন্দুস্থান সমাচার / সোনালি