২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই, প্রতিবাদে কাঞ্চনপুরে পথ অবরোধ
কাঞ্চনপুর (ত্রিপুরা), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : উৎসবের দিনেও বিদ্যুৎহীন কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর গ্
২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই, প্রতিবাদে কাঞ্চনপুরে পথ অবরোধ


কাঞ্চনপুর (ত্রিপুরা), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : উৎসবের দিনেও বিদ্যুৎহীন কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর গ্রাম। একনাগারে ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে একাধিক সমস্যার সম্মুখীন স্থানীয় জনগণ। নিগম কর্তৃপক্ষকে দফায় দফায় জানিয়েও কোন কাজ না হওয়ায় শেষ পর্যন্ত পথ অবরোধ করলেন এলাকাবাসী। তাদের দাবি ২৪ ঘণ্টা যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে পানীয় জল থেকে শুরু করে তীব্র গরমে স্নানের জল পর্যন্ত মিলছে না।

সোমবার দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্যস্ত গোটা রাজ্য। কিন্তু এই গ্রামের বাসিন্দারা পূজার আনন্দ উপভোগ করা দূরের কথা, দৈনন্দিন গৃহস্থালির কোনও কাজ পর্যন্ত করতে পারছেন না জলের অভাবে। অথচ পুজোর দিনে সবাই নিজেদের যানবাহন ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকে প্রতিটি গ্যারেজের সামনে। বাড়িঘরের পাশাপাশি পাড়ার একাধিক মোড়ে ও মোটরস্ট্যান্ডে উদ্যোক্তারা আয়োজন করেছেন দেবশিল্পী বিশ্বকর্মা পূজার। করা হয়েছে আলোকসজ্জা। আনা হয়েছে মিউজিক সিস্টেম।

কিন্তু বিদ্যুৎ না থাকায় সব আনন্দই নিরানন্দ হয়ে গেছে পূজা উদ্যোক্তাদের। নিগম কর্তৃপক্ষকে দফায় দফায় খবর জানানো হলেও কোনও সদুত্তর মিলেনি বলে অভিযোগ গ্রামবাসীর। কখনও বলা হচ্ছে কর্মী নেই তো আবার কখনও জানিয়ে দেওয়া হচ্ছে গাড়ি নেই। শেষ পর্যন্ত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে রাস্তার দুধারে আটকে পড়ে ছোট-বড় যানবাহন সহ অ্যাম্বুলেন্সও।

খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়। স্থানীয়দের দাবি বিদ্যুৎ না আসা পর্যন্ত এই পথ অবরোধ তোলা হবে না। তাদের একটাই দাবি বিদ্যুৎ সংযোগ। আর এই দাবি পূরণ হলে সঙ্গে সঙ্গেই তারা পথ অবরোধ তুলে নেবেন বলে জানান স্থানীয় পুলিশ প্রশাসনকে।

হিন্দুস্থান সমাচার / সুভাষ / সমীপ




 

 rajesh pande