কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): ফের মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। পুত্র সন্তানের পর এবার কন্যা এল ঘরে। খুশি নিসপাল রানে পরিবার।
পুত্রসন্তান ছিলই। এ বার মেয়ের মা হলেন কোয়েল মল্লিক। শনিবার সকালে সমাজমাধ্যমে সকলের সঙ্গে এই খবর ভাগ করে নেন নায়িকা এবং তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে। স্বাভাবিক ভাবেই খুশির জোয়ার মল্লিক ও রানে পরিবারে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ