‘খাদান’ মুক্তির আগে বড় বিপদের মুখে, এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা দেব
কলকাতা, ১৭ ডিসেম্বর হি.স.): আর বাকি মাত্র দুটো দিন। এর আগেই বড় সমস্যার মুখে দেব। নিজের এক্স হ্যান্ডেলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা। জানালেন তিনি তাড়াতাড়ি সমস্যার সমাধান করবেন। এখনও পর্যন্ত অগ্রিম বুকিং শুরুই হয়নি এই ছবির। দর্শকের প্রশ্নের
‘খাদান’ মুক্তির আগে বড় বিপদের মুখে, এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা দেব


কলকাতা, ১৭ ডিসেম্বর হি.স.): আর বাকি মাত্র দুটো দিন। এর আগেই বড় সমস্যার মুখে দেব। নিজের এক্স হ্যান্ডেলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা। জানালেন তিনি তাড়াতাড়ি সমস্যার সমাধান করবেন।

এখনও পর্যন্ত অগ্রিম বুকিং শুরুই হয়নি এই ছবির। দর্শকের প্রশ্নের মুখে নায়ক। গত কয়েক সপ্তাহে গোটা বাংলায় ঘুরে বেড়িয়েছেন নায়ক ও তাঁর টিম। কেন শুরু হল না অগ্রিম বুকিং? প্রশ্ন সকলের। অবশেষে জবাব এল নায়কের তরফে। ছবির পোস্টার ভাগ করে নিয়ে সাফাই দিয়েছেন অভিনেতা।

দেব লেখেন, “আমি ক্ষমাপ্রার্থী দর্শকের কাছে। কারণ, এখনও অগ্রিম বুকিং করা যাচ্ছে না। বিশ্বাস করুন আমি প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছি ‘খাদান’-এর শোয়ের জন্য। যাতে অগ্রিম বুকিং তাড়াতাড়ি শুরু হয়। শহরে অন্যান্য ভাষার ছবি চলছে তাই খাদানের শো পাওয়া যাচ্ছে না। খুবই দুঃখিত। একটু ধৈর্য ধরুন। আমি চেষ্টা চালিয়ে যাব।” নিজের এক্স হ্যান্ডেলে এ কথা লিখেছেন নায়ক।

তাঁর এই পোস্ট ঘিরে সমাজমাধ্যমের পাতায়ও লেখালেখি শুরু হয়েছে। এই ঘটনার বিরোধিতা করেছেন অনেকেই । নায়কের হয়ে অনেকে লিখেছে দেবের যা প্রাপ্য তা পাওয়া উচিত।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande