বড়দিনের আগে,বুদবুদের দেবশালায় ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ
দুর্গাপুর,২১ ডিসেম্বর(হি.স.) : বড়দিন পালনের নামে ধর্মান্তকরণের চেষ্টা।খবর পেয়ে ধর্মান্তকরণের অনুষ্ঠান সভা বন্ধ করে দিল গ্রামের যুবকরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বুদবুদের দেবশালা গ্রামে। প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের তীব্র প্
বড়দিনের আগে,বুদবুদের দেবশালায় ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ


দুর্গাপুর,২১ ডিসেম্বর(হি.স.) : বড়দিন পালনের নামে ধর্মান্তকরণের চেষ্টা।খবর পেয়ে ধর্মান্তকরণের অনুষ্ঠান সভা বন্ধ করে দিল গ্রামের যুবকরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বুদবুদের দেবশালা গ্রামে। প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসীরা।

জানা গেছে, কয়েকমাস ধরে আউশগ্রামের জঙ্গলমহলে চিকিৎসার প্রলোভন দেখিয়ে সমাজের অসহায় দুর্বল পরিবারকে হিন্দু ধর্ম থেকে খ্রীষ্টান ধর্মান্তরিত করার কাজ শুরু হয়েছে। আউশগ্রাম-২ নং ব্লকের দেবশালা পঞ্চায়েত এলাকায় বেশীরভাগ সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া সম্প্রদায়ের বসবাস। জঙ্গলমহলে বনজ সম্পদ বিক্রি ও দিনমজুর করে জীবিকা নির্বাহ করে।

বৃহস্পতিবার বিকালে বহিরাগত কয়েকজন খ্রীষ্টান ধর্মাবলম্বী গ্রামে বড়দিন পালনের উদ্যোগ নেয়। সেই মতো ত্রিপল টাঙিয়ে মাইক লাগিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে অভিযোগ। গ্রামের অসহায় সম্প্রদায়ের বেশ কিছু বাসিন্দাকে সেখানে জড়ো করে। তাদের কেক খাইয়ে চলছিল প্রার্থনা। সেই সময় খবর পেয়ে গ্রামের কয়েকজন যুবক সেখানে হাজির হয়। গ্রামের মানুষ সম্মিলিতভাবে পুলিশে অভিযোগ দায়ের করেছে।পুলিশ আধিকারিক জানান এধরনের ঘটনার কোন অভিযোগ আসেনি।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande