কোটায় স্কুল ভ্যান এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২,আহত ১২
কোটা, ১ নভেম্বর (হি.স.) : রাজস্থানের কোটায় স্কুল ভ্যান এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,শনিবার সকালে পিপালদা তহসিলের ইটাওয়া শহরে। ঘটনায় ১২ জন আহত হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, মৃত দুই ছাত্রীর নাম পারুল এ
কোটায় স্কুল ভ্যান এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২,আহত ১২


কোটা, ১ নভেম্বর (হি.স.) : রাজস্থানের কোটায় স্কুল ভ্যান এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,শনিবার সকালে পিপালদা তহসিলের ইটাওয়া শহরে। ঘটনায় ১২ জন আহত হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, মৃত দুই ছাত্রীর নাম পারুল এবং তনু। শনিবার সকালে ইটাওয়ার গেটা রোডে একটি ভ্যানের টায়ার ফেটে যাওয়ায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে ভ্যানটি একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক দুই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। আহত ১২ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপতালে ভর্তি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande