স্বরূপনগর সীমান্তে আটক ৫৬ জন বাংলাদেশি
উত্তর ২৪ পরগনা, ১ নভেম্বর (হি.স.) : উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর সীমান্ত এলাকায় ৫৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। জানা গেছে যে, ওই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে বসবাস করছিল এবং শুক্রবার গভীর রাতে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন। বিএসএফ স
স্বরূপনগর সীমান্তে আটক ৫৬ জন বাংলাদেশি


উত্তর ২৪ পরগনা, ১ নভেম্বর (হি.স.) : উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর সীমান্ত এলাকায় ৫৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। জানা গেছে যে, ওই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে বসবাস করছিল এবং শুক্রবার গভীর রাতে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, গভীর রাতের টহল দেওয়ার সময় জওয়ানরা সীমান্তের কাছে সন্দেহজনকভাবে বেশ কয়েকজন পুরুষ, মহিলা এবং শিশুকে ঘোরাফেরা করতে দেখে। জিজ্ঞাসাবাদের পর, তাদের বক্তব্যে অসংখ্য অসঙ্গতি প্রকাশ পায় এবং তারা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। পরে, তদন্তে জানা যায় যে, তারা সকলেই বাংলাদেশি নাগরিক যারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন।

বিএসএফ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে তাদের সকলকে আটক করে এবং পরে স্বরূপনগর থানায় হস্তান্তর করে। শনিবার, পুলিশ সকল অভিযুক্তকে বসিরহাট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

ঘটনার পর, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে টহল জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande