
কোয়েটা , ১ নভেম্বর (হি.স.) : বুধবার কোয়েটা শহরের প্রান্তবর্তী চিলটান পাহাড়ি এলাকায় হাজারগাঁজি-চিলটান ন্যাশনাল পার্কে ড্রোন হামলার ফলে নয়জন নাগরিক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতরা সবাই নিরস্ত্র নাগরিক, যারা হাজারগাঁজি-চিলটান ন্যাশনাল পার্কে পিকনিক করছিল। বিস্ফোরণে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
শনিবার জানা গেছে , স্থানীয়রা স্বচ্ছ তদন্ত ও দায়িত্বশীলতার দাবি জানায়। আহতদের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়। মানবাধিকার সংস্থাগুলি জানায় , বালুচিস্তানে এই ধরনের ইন্টারনেট শাটডাউনকে সাধারণ মানুষকে শাস্তি দেওয়ার মতো এবং এটি নাগরিক স্বাধীনতা ও তথ্য অধিকারকে উপেক্ষা করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য