
গোপালগঞ্জ, ১ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী মোদী ও নীতীশ কুমার বিহারে সুশাসনের জন্য কাজ করেছিলেন। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিহারের গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবেমাত্র প্রধানমন্ত্রী মোদী এবং নীতীশ কুমার ১ কোটি ৪১ লক্ষ জীবিকা দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা ট্রান্সফার করেছেন। আমরা বিভিন্ন মাধ্যমে জীবিকা দিদির অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পর্যন্ত পাঠাবো। প্রধানমন্ত্রী মোদী ৮৭ লক্ষ কৃষককে প্রতি বছর ৬,০০০ টাকা প্রদান করেন; এনডিএ সরকার গঠনের পর, এই পরিমাণ বেড়ে ৯,০০০ টাকা হবে।
অমিত শাহ আরও বলেন, জঙ্গল রাজের সময় অসংখ্য খুনের ঘটনা ঘটেছে, পরিবর্তে, প্রধানমন্ত্রী মোদী এবং নীতীশ কুমার বিহারে সুশাসনের জন্য কাজ করেছেন। আমরা আগামী ৫ বছরের মধ্যে বিহারের সমস্ত বন্ধ চিনিকল পুনরায় চালু করে কৃষকদের সমৃদ্ধির জন্য কাজ করব। আমি বিহারের কৃষকদের বলতে চাই, ২০১৪-১৫ সালে ধানের এমএসপি ছিল ১,৩১০ টাকা; আমরা তা বাড়িয়ে ২,৪০০ টাকা করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা