
ওয়েলিংটন, ১ নভেম্বর (হি.স.) : চার দশক আগের স্মৃতি ফিরিয়ে আনল নিউ জিল্যান্ড। ১৯৮৩ সালে ওয়ানডে সিরিজে ইয়ান বোথামদের পাত্তাই দেয়নি জিওফ্রে হোওয়ার্থের নেতৃত্বাধীন দল। দ্বিতীয় নজিরটি তৈরি হল শনিবার ।
শনিবার তৃতীয় ওয়ানডেতে হ্যারি ব্রুকদের ২ উইকেটে হারিয়ে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় হোয়াইটওয়াশ নজির গড়ল মিচেল স্যান্টনার বাহিনী। ইংল্যান্ডকে ২২২ রানে অলআউট করে ৩২ বল হাতে রেখে জিতেছে নিউ জিল্যান্ড।
ওয়েলিংটনে রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। রাচিন ৪৬ ও মিচেল ৪৪ রান করেন। শেষ দিকে ইংল্যান্ড জয়ের সম্ভাবনা তৈরি করলেও আর পারেনি। ৬৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ব্লেয়ার তিকনার। সিরিজসেরা ১৭৮ রান করা ড্যারেল মিচেল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি