
আগরতলা, ১ নভেম্বর (হি. স.) : উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে ত্রিপুরাতে এদিন আলো কম থাকায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়েছে। যেহেতু আলো স্বল্পতা এখানকার নিত্যদিনের রেওয়াজ। প্রত্যেকদিন আলো কমে যাওয়ার কারণে বোলিং গড় কমে যাবে। ব্যাটিং ও মন্থর এবং রানের গতি ও কম। প্রধান কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ - সকলেই এ বিষয়ে একমত। পরিবর্তিত পরিস্থিতিতে জয়ের জন্যে কৌশল নিয়ে বাংলা দল এখন বরং বেশি ভাবনাচিন্তায় মগ্ন।
গ্রুপ - সি, রঞ্জি ট্রফিতে তৃতীয় খেলায় বাংলা ও ত্রিপুরা পরস্পরের মুখোমুখি হয়েছে শনিবার । এদিন বাংলার দলগত স্কোর প্রথম দিনের শেষে - ১/১৭১ রান। মোট ৬০ ওভার খেলা হয়েছে। রানের গড় বিচারে তিন রানের চেয়েও প্রতি ওভারে অনেক কম। শনিবার দিনের শেষে বরং হতাশ নয় খেলোয়াড়রা। সুদীপ কুমার ঘরামি - ৭০* রান ( ১৬৯) বলে সাকির হাবিব গান্ধী ৮২* রান (১৮৭) বলে ক্রিজে দাঁড়িয়ে রয়েছে। দুজনেই শতরানের দোরগোড়ায় কড়়া নাড়ছে। ইতিমধ্যেই পার্টনারশিপে ওরা ১৬৫ রান যোগ করেছেে। যদিও এদিন দুপুরে চা- পান বিরতির সময় বাংলার দলগত স্কোর ছিল সাকুল্যে - ১৫০ রান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত