
আগরতলা, ১ নভেম্বর (হি. স.) : প্রতিবেশী ত্রিপুরার বিরুদ্ধেই বাংলা দলের তরফেও প্রথম ধাক্কা সামলে নিয়েছে এদিন দ্বিতীয় উইকেট জুটি। ওপেনার সুদীপ ঘরামি অর্ধ শতরানের ইনিংস উপহার দিয়েছে। এবং এটি তার তৃতীয় অর্ধ শতরানের ইনিংস এবং একটানা। যোগ্য সঙ্গত করেছে সাকির হাবিব গান্ধী। সে ও অর্ধশতরানের ইনিংস গড়ে পরিস্থিতি সামাল দিল। ঘরের মাঠে ত্রিপুরা প্রথম দফায় উইকেট তুলে নিলেও ভেঙে পড়ে নি বাংলা। মধ্যাহ্নভোজের বিরতির আগে ছিল ১/৬৮ রান - (২৯ ওভারে) এবং তা থেকে দলের সংগ্রহ (৪৪ ওভারে) - ১/১২৪ রানে পৌঁছতে বাংলার দ্বিতীয় উইকেট জুটির উভয় খেলোয়াড় অর্ধশতরানের ইনিংস গড়ে তোলে। কিছুটা ধাতস্থ হয় দলের খেলোয়াড়রা। এদিকে, সুদীপ ঘরামির ব্যাক্তিগত সংগ্রহ - ৫৩* (১১৫) বল খেলে সে ওই রান করে। যদিও তখন পর্যন্ত সাকির হাবিব গান্ধী - ৪৬* (১১৯) বল খেলে ওই রান করে তখন সে অর্ধশতরানের দোরগোড়ায়়। ধীরে খেলেছে ওই নতুন রেকর্ড এর দিকেই তাকিয়ে। স্কোর বোর্ড সচল ছিল। দলগত স্কোর তখন - ৩৯.৩ ওভারে বাংলার স্কোর ১/১০৯ রান। এরপরে অবস্থার বদল ঘটেছে। ৪২.৫ ওভারে বাংলার দলগত স্কোর - ১/১১৭ রান। সাকির হাবিব গান্ধী - ৫২*( ১৩০) বল খেলে গড়েছে অর্ধ শতরানের ইনিংস। তখন ক্রিজের অপর প্রান্তে সুদীপ ঘরামি - ৫৫* (১২৩) প্রথম ইনিংস নিয়েই ভাবিত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত