বেলোনিয়া থানার মহিলা ইনস্পেক্টর স্বপ্না ভৌমিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষ পদক প্রদান
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা পুলিশের মহিলা ইনস্পেক্টর (ইউবি) স্বপ্না ভৌমিক ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষ পদকে ভূষিত হয়েছেন। তদন্তের ক্ষেত্রে তাঁর অসাধারণ দক্ষতা, দ্রুত পদক্ষেপ এবং ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত ক
ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক


আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা পুলিশের মহিলা ইনস্পেক্টর (ইউবি) স্বপ্না ভৌমিক ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষ পদকে ভূষিত হয়েছেন। তদন্তের ক্ষেত্রে তাঁর অসাধারণ দক্ষতা, দ্রুত পদক্ষেপ এবং ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়েছে।

সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলোনিয়া মহিলা থানায় কর্মরত ইনস্পেক্টর স্বপ্না ভৌমিক ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়ের করা মামলার তদন্ত করেছিলেন। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা এর ১২৭(১), ৯৬, ৭৬ এবং ৬৫(২) ধারায় এবং শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন (পকসো) এর ৪ ধারার অধীনে নথিভুক্ত ছিল। অভিযোগটি ছিল এক নাবালিকা মেয়ের নিখোঁজ হওয়া নিয়ে, যা ১৪ সেপ্টেম্বর বিকেলে দায়ের করা হয়েছিল।

ইনস্পেক্টর স্বপ্না ভৌমিক দ্রুত পদক্ষেপ গ্রহণ করে একই রাতে নাবািলাকাকে উদ্ধার করেন, মামলা নথিভুক্ত করেন, তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করান এবং পরদিন ভোরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর ১৮৩(৫) ধারার অধীনে নাবালিকার বক্তব্য রেকর্ড নিশ্চিত করেন।

তদন্তের সময় সংগৃহীত প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ৪৭ দিনের মধ্যে অর্থাৎ ৩১ অক্টোবর ২০২৪ তারিখে ভারতীয় ন্যায় সংহিতা এর বিভিন্ন ধারা এবং পকসো আইনের ৬ ধারার অধীনে চার্জশিট দাখিল করা হয়।

দ্রুত বিচারের মাধ্যমে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের রায় দেয়। এছাড়াও, ভারতীয় ন্যায় সংহিতা এর ধারা ১৩৭(২) অনুসারে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভুক্তভোগীকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণও প্রদান করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande