গাঁজা বিরোধী অভিযানে থলিবাড়ির জঙ্গলে ৭ হাজার গাছ ধ্বংস
বক্সনগর (ত্রিপুরা), ১ নভেম্বর (হি.স.) : অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান অব্যাহত রেখেছে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ।শনিবার ভোরে পুলিশের এক বিশেষ দল থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় সাত হাজার গা
গাঁজা বাগিচা ধ্বংস


বক্সনগর (ত্রিপুরা), ১ নভেম্বর (হি.স.) : অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান অব্যাহত রেখেছে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ।শনিবার ভোরে পুলিশের এক বিশেষ দল থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় সাত হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে।

থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সকালেই অভিযানের নির্দেশ দেন যাত্রাপুর থানার ওসি। তাঁর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, এএসআই তপন দেবনাথ এবং একদল টিএসআর জওয়ান নির্দিষ্ট স্থানে পৌঁছে নির্বিঘ্নে অভিযান সম্পন্ন করেন। চারটি পৃথক প্লটে লাগানো গাঁজা বাগান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

থলিবাড়ি জঙ্গলে এই অভিযান চলতি মৌসুমে যাত্রাপুর থানার অধীনে অষ্টম দফা গাঁজা ধ্বংস অভিযান। পুলিশের মতে, সোনামুড়া মহকুমাজুড়ে গাঁজা চাষের বিস্তার লক্ষ্য করা গেলেও যাত্রাপুর থানার জঙ্গলাঞ্চলে এই প্রবণতা বেশি।

ওসি জানান, “দুর্গম পাহাড়ি এলাকা পেরিয়ে অভিযানে পৌঁছাতে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা থামব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।” তিনি আরও বলেন, পাহাড়ি কিছু এলাকায় এখনপ গাঁজা বাগান রয়েছে এবং সেসব এলাকায়ও বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

প্রশাসনের এই অব্যাহত তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ যদি এভাবে নিয়মিত অভিযান চালিয়ে যায়, তবে এলাকায় অবৈধ গাঁজা চাষ কার্যত নির্মূল হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande