
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : ৬ কোটি ৮৭ লাখ আবেদন পত্র বিলি করা সম্ভব হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী কাজের সপ্তম দিনে এ পর্যন্ত ৬. ৮৭ কোটি আবেদন পত্র তথা এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়েছে। বিকেল চারটে পর্যন্ত এই হিসেব তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাতের দিকে ওই হিসেব আরো বাড়বে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফে দেওয়া ওই তথ্য অনুসারে - এক সপ্তাহের ব্যবধানে ৮৯.৬৭ শতাংশ ভোটারদের কাছে তা এই মুহূর্তে পৌঁছে দেওয়া সম্ভবপর হয়েছে।
উল্লেখ্য, এদিন অর্থাৎ বুধবারের মধ্যেই ১০০ শতাংশ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করে নির্বাচন কমিশন। যদিও এদিন তা পূরণ করা সম্ভব হয় নি। এ জন্য একাধিক কারণ রয়েছে বলে জানানো হয়েছে। সেই কারণে এদিন রাতে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দফতরের সঙ্গে সংশ্লিষ্ট জেলার ভারপ্রাপ্ত কর্তা তথা নির্বাচনের কাজের সঙ্গে সরাসরি যুক্ত ইলেকশন রিটার্নিং অফিসার তথা ই আর ও - দের বৈঠক চূড়ান্ত হয়েছে। এরপর গতিপ্রকৃতি বোঝা যাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত