ফুসফুসের আগাম যত্ন ও চিকিৎসায় নারায়ন হেল্থ কলকাতার উদ্যোগে - আ্যলকাটি ক্লিনিক চালু
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : ফুসফুসের আগাম যত্ন ও তা বদলাতে অর্থাৎ প্রতিস্থাপনের জন্যে এবং রক্ত নালীর পূর্ণাঙ্গ চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা ও নতুন ক্লিনিক চালু কলকাতায়। পূর্ব ভারতে তা প্রথম উদ্যোগ - ওই দাবি নারায়না হেল্থ কর্তৃপক্ষের। বুধবার প্রে
প্রেস ক্লাব, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : ফুসফুসের আগাম যত্ন ও তা বদলাতে অর্থাৎ প্রতিস্থাপনের জন্যে এবং রক্ত নালীর পূর্ণাঙ্গ চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা ও নতুন ক্লিনিক চালু কলকাতায়। পূর্ব ভারতে তা প্রথম উদ্যোগ - ওই দাবি নারায়না হেল্থ কর্তৃপক্ষের। বুধবার প্রেস ক্লাব, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। এদিন সংস্থার তরফেও বলা হয়েছে যে, মুকুন্দপুরে অবস্থিত নারায়না আর এন টেগোর হাসপাতালে প্রতি মাসের তৃতীয় শুক্রবার ওই সুবিধা মিলবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাজির থাকবে। পরবর্তী পর্যায়ে তা হাওড়া এবং বারাসতে এই ধরনের পরিষেবা মিলবে। থোরাসিক ভাসকুলার টিম মূলতঃ ওই কাজ করবে। চিকিৎসার পরিভাষায় এদিন - আ্যলকাটি' ক্লিনিক চালুর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আরও সহজ ভাবে বলতে গেলে তা হল - আ্যডভান্সড লাঙ কেয়ার আ্যন্ড ট্রান্সপ্ল্যান্ট ইনিশিয়েটিভ সংক্ষেপে আ্যলকাটি। ক্লিনিকের মূল দায়িত্বে রয়েছেন - অধ্যাপক (ড.) অমিতাভ চক্রবর্তী ও ড. মনুজেশ বন্দ্যোপাধ্যায়। থোরাসিক ও ভাসকুলার সার্জারির দুই বিশেষজ্ঞ চিকিৎসক একযোগে জানিয়েছেন যে, আগাম চিকিৎসায় রোগী সুস্থ হয়ে বাড়িতেই ফিরে যাবেন। এ নিয়ে সচেতনতা দরকার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande