
জম্মু, ১২ নভেম্বর, (হি.স.): দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। আটক আরও এক চিকিৎসক। বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় গোয়েন্দা সংস্থা। সে রাজ্যের করণ সিং নগর এলাকা থেকে ওই চিকিৎসককে আটক করা হয়েছে।
জানা যাচ্ছে, তাঁর নাম তাজমুল আহমেদ মালিক। শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত। তাঁকে আটক করা হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। করা হচ্ছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। দিল্লি বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যে একাধিক চিকিৎসকের নাম সামনে এসেছে।
আগেই গ্রেফতার করা হয়েছে দুই চিকিৎসককে। ধৃতদের জেরা করেই তাজমুলের নাম হাতে এসেছে তদন্তকারীদের? দিল্লি বিস্ফোরণের সঙ্গে আটক তাজমুলের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত